ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মিডিয়ায় হামলায় এলআরএফের নিন্দা ও প্রতিবাদ

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, রেডিও ক্যাপিটাল ও নিউজ টোয়েন্টিফোরের অফিসে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।  

আজ মঙ্গলবার (২০ আগস্ট) ল' রিপোর্টার্স ফোরাম প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ লিপিতে সংগঠনের সভাপতি মো. আশরাফ উল আলম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর যেভাবে সন্ত্রাসী হামলা করা হয়েছে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করছি। সেইসঙ্গে আর যেন কোনো গণমাধ্যমের ওপর এধরনের হামলা না হয়, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

এর আগে, গতকাল সোমবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে কর্মরত সাংবাদিকরা জানান, সোমবার দুপুর সোয়া ২টার দিকে হামলা চালায় দুর্বৃত্তরা। আকস্মিকভাবে একটি মিছিল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সামনে আসে। তাদের হাতে ছিল লাঠিসোটা।

তারা স্লোগান দিতে দিতে জোরপূর্বক ভেতরে ঢোকে। এরপর ভাঙচুর শুরু করে। দুর্বৃত্তরা রেডিও ক্যাপিটালের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। সেখানে টেবিল, কম্পিউটার, এসি সবকিছু ভাঙচুর করে।

বাইরে এসে মিডিয়া প্রাঙ্গণে রাখা ২০ থেকে ২৫টি গাড়িও ভাঙচুর করে দুর্বৃত্তরা। মিডিয়া ভবনের কাচের দেয়াল ও দরজা ভেঙে ফেলে। এতে গোটা মিডিয়া হাউজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাশাপাশি তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর, নিউজ টোয়েন্টিফোর চ্যানেল, টি-স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিও অবস্থিত।

news24bd.tv/SHS