ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নিন: সমন্বয়ক তরিকুল

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কয়েকটি সংবাদ মাধ্যমের কার্যালয় ও গাড়িতে আজ দুপুরে হামলা হয়েছে। ছাত্রদের আন্দোলনকে বিতর্কিত করতে এ ধরনের হামলা হয়েছে জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তরিকুল বলেন, ‘যারা হামলা করেছে সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে; যেন গণমাধ্যমের ওপর এমন হামলা করার সাহস আর কেউ না পায়। ’ 

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট মিডিয়া পাড়ায় হামলার ঘটনা দেখতে এসে তিনি সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন।  

তরিকুল বলেন, ‘কিছুদিন হলো স্বৈরাচারের হাত থেকে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হলো। এখন কতিপয় দুষ্কৃতিকারী এমন হামলা চালিয়ে দেশকে অস্থির করার চেষ্টা করছে। আমরা জনগণকে সচেতন থাকার পাশাপাশি রাষ্ট্রের প্রতি আহ্বান জানাবো, যারা এগুলো করছে; একটি অনিরাপদ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের ওপর দায় চাপাচ্ছে; সিসিটিভি ফুটেজ দেখে তাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। ’ 

আরও পড়ুন...ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

তিনি বলেন, ‘শেখ হাসিনার পতন আমাদের আংশিক বিজয়। আমাদের পূর্ণাঙ্গ বিজয় হবে তখন, যখন একটি ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র বিনির্মাণ করতে পারবো। এ জন্য জনগণের কাছে আমার আহ্বান থাকবে, তারা যেন গণমাধ্যমসহ যেকোনো স্থানে এ ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করে। ’ 

তিনি বলেন, ‘ছাত্র সংগঠেনকে বিতর্কিত করার জন্য তারা এ ধরনের হামলা করেছে বলেও আমরা মনে করছি। ’   

হামলার বিষয়ে রংপুরে অবস্থান করা সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘গণমাধ্যম কার্যালয়ে হামলাকারীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই৷ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ’

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পাশাপাশি তিনটি ভবনে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ টোয়েন্টিফোর, নিউজ টোয়েন্টিফোর চ্যানেল, টি স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিও অবস্থিত।

আরও পড়ুন...ইস্ট ওয়েস্ট মিডিয়ায় সন্ত্রাসীদের হামলা news24bd.tv/আইএএম