আন্দোলনে শহীদ ও পঙ্গু পরিবারে সরকারি চাকরির দাবি

গণঅভ্যুত্থানে শহীদ ও পঙ্গু পরিবারে অন্তত একটি করে সরকারি চাকরির দাবি জানিয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদ। পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর নেতৃত্বে এই দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বেলা ১২টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজার কাছে স্মারক লিপি দেওয়া হয়। সে সময় আরও উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান সুমন, স্বপন মাহমুদ, হাসান টুটুলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারক লিপিতে সরকারি চাকরি ছাড়াও আহতদের সুচিকিৎসা ও পরিবারে আর্থিক সহায়তার দাবিও জানানো হয়। news24bd.tv/আইএএম