রিয়ালের হয়ে স্বপ্নের অভিষেক এমবাপ্পের, জিতলে শিরোপাও

স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেকটা স্মরণীয় করেই রাখলেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমবার সাদা জার্সি গায়ে জড়িয়েই করলেন গোল, দলকেও এনে দিলেন শিরোপা।

গতকাল বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে পোল্যান্ডের ওয়ারশতে উয়েফা সুপার কাপে ইউরোপা লিগ জয়ী আটালান্টাকে ২-০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ। এ নিয়ে সর্বোচ্চ ষষ্ঠবারের মতো সুপার কাপ জিতলো রিয়াল।

শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমার্ধে কোনো গোল আসেনি। রিয়াল প্রথম গোলটি পায় ৫৯ মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গোল করেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদে ভালভের্দে। লস ব্লাঙ্কোসের হয়ে দ্বিতীয় গোলটা এমবাপ্পের, ৬৮তম মিনিটে রিয়ালের জার্সিতে নিজের প্রথম গোল করে দলের শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেন এই ফরাসি তারকা।

রিয়ালের কোচ হিসেবে ১৪তম শিরোপা জেতার পর কার্লো আনচেলত্তি অবশ্য দলের খেলায় খুব একটা খুশি নন। মুভিস্টারকে ইতালিয়ান এই কোচ বলেছেন, ‘এমবাপ্পের অনেক গোল করার সামর্থ্য আছে। আমরা এখন দলের ভারসাম্য খুঁজছি, যেটা আজকে আমরা খুঁজে পাইনি। ’

news24bd.tv/SHS