দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ৩ চলচ্চিত্র উৎসবে ‘দাঁড়কাক’ 

দেশের গণ্ডি পেরিয়ে তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দাঁড়কাক’। প্রখ্যাত লেখক শহিদুল জহিরের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে এ চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক জায়েদ সিদ্দিকী। ‘দাঁড়কাক’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়।

দাঁড়কাক আগস্ট ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার পঞ্চদশ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন, ভারতের দশম শিমলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে স্বল্পদৈর্ঘ্যটি প্রদর্শন হবে। বিষয়টি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।

‘দাঁড়কাক’ চলচ্চিত্রটির ইংরেজি নাম ‘র‍্যাভেন’। একুশে পদকপ্রাপ্ত প্রতিথযশা অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় ছাড়াও ‘দাঁড়কাক’ চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা এবং এবিএম সাঈদুল হক। এ ছাড়াও অভিষেক হয়েছে জেরিন আক্তার শিমুল এবং আখলাকুজ্জামান খানের।

news24bd.tv/TR