এই সরকারকে সহযোগিতা করা প্রত্যেকের দায়িত্ব: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এই সরকারকে সহযোগিতা করা প্রত্যেকের দায়িত্ব। ছাত্র জনতা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আছে।  

সোমবার (১২ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, ‘হিন্দুদের নির্যাতন নিয়ে যে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে, এতে যেন জনগণ বিভ্রান্ত না হয়। বিদেশে বসে সাম্প্রদায়িকতা নিয়ে চক্রান্ত করা হচ্ছে। ’ 

তিনি বলেন, ‘যারা শিশু হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, রাজনৈতিক নেতা হত্যা করেছে— তাদের সঙ্গে যেন প্রধান উপদেষ্টা বৈঠক না করেন বিএনপির দিক থেকে সেই দাবি জানানো হয়েছে। ’  

তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরি করতে আরও সময় লাগবে, আমরা নির্বাচন নিয়ে এখনই কথা বলিনি। ’ news24bd.tv/আইএএম