দেশের পরিস্থিতি নিয়ে ৬০ দেশের প্রতিনিধিদের ব্রিফিং করলো পররাষ্ট্র মন্ত্রণালয়

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিং করলো পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুর তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়।

এতে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত, জার্মানি, কানাডা, রাশিয়া, ইইউ, স্পেন, ইতালি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, চীনসহ অন্তত ৬০ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং জাতিসংঘের প্রতিনিধিরা।

ছাত্র-জনতার সর্বাত্মক আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি, হত্যার তথ্য বিদেশি বন্ধু ও উন্নয়ন সহযোগীদের তুলে ধরা হবে বৈঠকে। একইসাথে বর্তমান সরকারের কর্মপরিকল্পনাও তুলে ধরা হবে।

বৈঠক থেকে বেরিয়ে একাধিক কূটনৈতিক প্রত্যাশা জানান বাংলাদেশের পরিস্থিতি শিগগরিই স্বাভাবিক হবে।

news24bd.tv/FA