মিডিয়া চাটুকারিতা করলে বন্ধ হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

মিডিয়ার মালিক পক্ষেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, সব তদন্ত হবে। হুকুমদাতাদের ধরা হবে।

তিনি আজ রোববার সাংবাদিকদের এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, চাটুকারিতা করা মিডিয়া বন্ধ করা হবে। আগে যা করেছেন, করেছেন। প্রতিজ্ঞা করছি। মিডিয়া সত্য ঘটনা তুলে ধরলে আজ এমন হতো না। ভালো-মন্দ সবই বলতে হবে। সঠিক তথ্য তুলে ধরতে হবে।

দেশে রাজনীতিবিদরা চাটুকার তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

দেশে ঘটে যাওয়া সহিংসতা নিয়ে এম সাখাওয়াত বলেন, পুলিশের ওপর হামলা হয়েছে, তা খুবই বেদনাদায়ক। ছাত্ররা মারা গেছে এটাও বেদনাদায়ক। পুলিশের কাজ সেনাবাহিনী করতে পারে না। তারা তবুও করছে।

পুলিশকে লাঠিয়াল বাহিনী বানানো হয়েছে মন্তব্য করে তিনি বলেন, পুলিশকে সাধারণ মানুষকে মারতে মারণাস্ত্র দেওয়া হয়েছে।

এসব ঘটনার হুকুমদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, যারা পুলিশকে এভাবে ব্যবহার করেছে তাদের বিচার হবে।

news24bd.tv/তৌহিদ