গাজায় যুদ্ধবিরতির এখনই সময়: হ্যারিস

গাজায় চলমান সহিংসতা বন্ধে যুদ্ধবিরতির এখনই সময় বলে উল্লেখ করেছেন ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। অ্যারিজোনায় তার প্রচার অনুষ্ঠানে বিক্ষোভকারীদের উদ্যেশ্যে এ কথা বলেন তিনি।  

অ্যারিজোনার ওই সমাবেশে বিক্ষোভকারীরা ‘ ফিলিস্তিন মুক্ত করো’ বলে স্লোগান দিতে থাকে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা বিবিসি।   শুক্রবার (৯ আগস্ট) তার বক্তৃতা থামিয়ে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হ্যারিস বলেন, ‘ আমি স্পষ্ট বলছি যুদ্ধবিরতির এখন সময় এসেছে। ’

প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুদ্ধবিরতির কথা বললেও তাদের প্রশাসন যুদ্ধে অস্ত্র সহায়তা পাঠানোর কথা বলছে এখনো।  

এসময় তিনি আরও বলেন, ‘ আমি এবং প্রেসিডেন্ট প্রতিদিন যুদ্ধবিরতি নিয়ে কাজ করছি। আমি আপনাদের কন্ঠকে সম্মান করি কিন্তু আজকে এখানে ২০২৪ সালের নির্বাচন নিয়ে কথা বলতে এসেছি। ’

news24bd.tv/এসএম