বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঠেকাতে ভারতের কয়েক রাজ্যে কারফিউ

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য সরকার গতকাল বুধবার থেকে আসাম সীমান্তবর্তী দুই জেলা ফেরজাওল ও জিরিবামে কারফিউ (সান্ধ্য আইন) জারি করে। ওই জেলার ম্যাজিস্ট্রেটরা এই নিষেধাজ্ঞা জারি করেছেন। গত সোমবার উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়ও রাতের কারফিউ জারি করেছিল। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের সিলেটের সীমান্তেএলাকা থাকলেও মনিপুরের সঙ্গে বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই, তবে মণিপুরের সঙ্গে দক্ষিণ আসামের সীমানা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসামের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে, তাই এই কারফিউ দেওয়া হয়েছে। সূত্র , ইন্ডিয়া টুডে।   মণিপুর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর  একটি নির্দেশে বলেছে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে মণিপুরের সঙ্গে সীমানা রয়েছে, এমন রাজ্য থেকে লোক ঢোকার আশঙ্কা রয়েছে। পশিচমবঙ্গ রাজ্যেও সতর্কতা জারি করা হয়েছে।  

news24bd.tv/ডিডি