বরখাস্ত সেই মেজর জেনারেল জিয়াউল আহসান যেভাবে আটক হলেন

দেশ ছেড়ে পালানোর সময় আটক হয়েছেন বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। রানওয়ে থেকে ফেরানো উড়োজাহাজ থেকে তাকে আটক তাকে  করে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই)।

আজ বুধবার (৭ আগস্ট) ভোররাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনার পর তাকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, জিয়াউল আহসান এমিরেটস ফ্লাইট ৫৮৫-এ ছিলেন। পরে রানওয়ে থেকে বোর্ডিং ব্রিজে ফিরিয়ে আনা হয় সেই ফ্লাইট। এরপর তাকে আটক করে ডিজিএফআই সদস্যরা ঢাকা সেনানিবাসে নিয়ে গেছেন।

গতকাল মঙ্গলবার দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত জিয়াউল আহসান ২০২২ সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন।

তিনি ২০০৯ সালের র‌্যাব-২ এর সহঅধিনায়ক হন। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন। সে সময় থেকেই তাকে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।

news24bd.tv/SHS