সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের খুঁজে বের করার আহ্বান সমন্বয়কদের

দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দ্রুত দোষীদের খুঁজে বের করে বিচারের দাবি জানিয়েছে সংগঠনটির সমন্বয়করা।

মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটি এসব জানিয়েছে। একইসাথে দেশের মানুষকে হানাহানি, সংঘাত পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তারা।

এর আগে কতকাল সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক হান্নান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ‘পরাজিত শক্তিকে’ দায়ী। এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে পরাজিত শক্তি। তারা পাকিস্তানি হানাদার বাহিনীর মতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

news24bd.tv/FA