দুই-একদিনের মধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার হবে: মামুনুল হক

আগামী দুই-একদিনের মধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক।

আজ সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপিসহ বিভিন্ন দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে বঙ্গভবনে প্রবেশ করেন তিনি। সেখান থেকে বের হয়েই এ কথা বলেন তিনি।

তিনি বলেছেন, রাতেই সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা আসবে। দুই-একদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। বর্তমানে রাষ্ট্রপতি দেশ পরিচালনা করবেন। মাঠে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী।

এদিকে, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে আমরা এমন একজনকে প্রস্তাব করব, যাকে দেশের সব মানুষ মেনে নেবেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে সেটির বিষয়ে সবাই একমত হয়েছেন। তবে এই সরকার কত সদস্য বিশিষ্ট হবে তা নিয়ে আলোচনা হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লংমার্চ টু ঢাকা কর্মসূচির পরিপ্রেক্ষিতে এক দফা দাবির ‍মুখে সোমবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের পর তিনি দেশত্যাগ করেন।

news24bd.tv/SHS