নেত্রকোনায় পুলিশের কাছ থেকে ৯ পিস্তল ছিনতাই, ৩টি উদ্ধার

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় পুলিশের গাড়ি থেকে আন্দোলনকারীরা ৯টি পিস্তল ছিনিয়ে নেয়।

রোববার (৪ আগস্ট) রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া ৩টি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এর আগে রবিবার দুপুরের দিকে শ্যামগঞ্জ এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে এই পিস্তল ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ পুলিশ।

পুলিশ সূত্র জানায়, দুপুরের দিকে রুটিন মাফিক পূর্বধলা থানার পুরাতন আগ্নেয়াস্ত্র বদলের জন্য জেলা সদর থেকে একটি গাড়িতে করে নতুন আগ্নেয়াস্ত্র নেওয়া হচ্ছিল।

গাড়িটি থানায় যাওয়ার পথে শ্যামগঞ্জ বাজার এলাকায় পৌঁছলে আন্দোলনকারীদের মিছিলের মধ্যে পড়ে। এসময় আন্দোলনকারীরা গাড়িতে থাকা ৯টি পিস্তল ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে ৩টি পিস্তল উদ্ধার করা হয়। বাকি পিস্তলগুলো উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশ সুপার।

জানা যায়, রোববার দুপুরে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। আন্দোলনকারীদের সঙ্গে শিশু বক্তা হিসেবে পরিচিত ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানি তার অনুসারীদের নিয়ে যোগ দেন। এসময় তারা মহাসড়কে জোহরের নামাজ আদায় করেন।

news24bd.tv/DHL