পাবনায় গুলিতে নিহত ৩, মরদেহ নিয়ে গেলো আন্দোলনকারীরা

পাবনায় বিক্ষোভ ও সমাবেশ চলাকালে সংঘর্ষের মাঝে গুলিবিদ্ধ হয়ে অন্তত তিন যুবক নিহত হয়েছেন। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

বিক্ষোভে আহত হয়েছেন অন্তত ৩০ জন। রোববার (৪ আগস্ট) দুপুরে শহরের আব্দুল হামিদ রোডের ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: জাহিদুল ইসলাম (১৯), ফাহিম (১৭) ও মাহবুবুল হোসেন নাতে।

জানা গেছে, নিহত জাহিদুল ও ফাহিম ছাত্র আর মাহবুবুল হোসেন ভাড়াড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদের গাড়িচালক।

দুপুরে আন্দোলনকারীরা পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের জেবি মোড়ে অবস্থান নেন। সেখানে সংঘর্ষের মাঝে গুলি ছোড়া হয়। সংঘর্ষে হতাহতদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তবে আন্দোলনকারীরা তাদের মরদেহ নিয়ে গেছেন।