আজ থেকে ১৫ ঘণ্টা কারফিউ শিথিল

আজ রোববার থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। শনিবার রাতে এক ব্রিফিংয়ে এসব জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য চার জেলায় কারফিউ সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শিথিল থাকবে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রদের আন্দোলনের যত দাবি সব দাবি সরকার মেনে নিয়েছে। তাদের সাথে আলোচনার জন্য গণভবনের দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী বলেন, পুলিশের গুলিতে কোনো সাংবাদিক মারা যায়নি। দেশকে অকার্যকর করতে শুরু থেকেই চেষ্টা করা হয়েছিল।

তিনি বলেন, বিএনপি-জামায়াত সবসময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। তারা দেশকে অকার্যকর করতে চায়। ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে।

news24bd.tv/তৌহিদ