সিলেটে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ২০

সিলেটে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরাও ইট-পাটকেল নিক্ষেপ করেন।

আজ শুক্রবার( ২ আগস্ট) বিকেল ৪টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পার্শ্ববর্তী আখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  

বিকেল থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে অবস্থান নিতে শুরু করেন বিক্ষোভকারীরা। শাবিপ্রবির প্রধান ফটক থেকে মিছিল নিয়ে মদিনা মার্কেট এলাকায় আসতে থাকেন তারা। এরপরেই মদিনা এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের সাথে মধ্যে সংঘর্ষ বাঁধে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করলে ইট-পাটকেল ছুঁড়তে থাকলে,পুলিশও পালটা জবাবে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি ছুঁড়ে। মুহুর্মুহু সংঘর্ষে পুরো এলাকাই রণক্ষেত্রে পরিণত হয়েছে, আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।   

এতে অন্তত ২০ জন শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক ও পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ থেমে থেমে চলছে।

news24bd.tv/আইএইচ