জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম থেকে মিছিল

বায়তুল মোকাররমে জুম্মার নামাজ শেষে মুসল্লিদের একটি অংশ মিছিল বের করেছেন। পুরনো পল্টন মোড়ে পুলিশের বাধা অতিক্রম মিছিলটি শাহবাগের দিকে যায়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করে মিছিলকারীরা। এর পর পুলিশের বাধার মুখে প্রেসক্লাবের সামনে পূর্বনির্ধারিত ‘দ্রোহযাত্রা’য় অংশ নেন তারা।  এ সময় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগ দেন আন্দোলনকারীরা।

বাদজুমা বায়তুল মোকাররমের উত্তর গেটের সিঁড়িতে সিঁড়িতে অবস্থান নেন বিক্ষোভকারীরা। কিছু সময় অবস্থান নেওয়ার পর তারা সমবেত হয়ে মিছিল শুরু করেন।

এর আগে বায়তুল মোকাররম মসজিদ ঘিরে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। মসজিদের উত্তর গেট, পল্টন মোড় ও দৈনিক বাংলা মোড়ে পুলিশের বিপুল উপস্থিতি ও সাজোয়া যান দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের আজ শুক্রবার দেশব্যাপী চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনকারীদের গান, কবিতা আবৃত্তি চলছে।

news24bd.tv/আইএএম