জামায়াত সহজে বিদায় নেবে না, মেননের প্রতিক্রিয়া

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রতিক্রিয়ায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, রাজনীতি থেকে জামায়াত অত সহজে বিদায় নেবে না।

বৃহস্পতিবার (১ আগস্ট) এ প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন তিনি।

মেনন বলেন, রাজনীতি থেকে জামায়াত অত সহজে বিদায় নেবে না। বাংলাদেশের স্বাধীনতার পরে তারা তো ব্যান ছিল। জিয়াউর রহমানের কাঁধে ভর করে পুনরুজ্জীবিত হয়েছে।

‘আমরা ৯০ এর অভ্যুত্থান থেকে জামায়াত ইসলামীকে নিষিদ্ধের কথা বলে আসছি। আরও আগেই তাদের নিষিদ্ধ করার দরকার ছিল। তাহলে আজকের এ পরিস্থিতি তৈরি হতো না। সারা দেশ থেকে লোকজন নিয়ে এসে ছাত্র আন্দোলনের মাথার ওপর বসে এগুলো করতে পারতো না তারা’, বলেন ওয়ার্কার্স পার্টি সভাপতি।

মেনন বলেন, সাধারণ শিক্ষার্থীরা বলেছেন তারা কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছেন না। কিন্তু ঘটনাগুলো প্রমাণ করছে শিবিরের ক্যাডাররা সারা দেশ থেকে সংঘটিত হয়ে ঢাকায় এসেছিল।

অন্য রাজনৈতিক দলের ব্যানারে জামায়াতে ইসলামী রাজনীতি করার সম্ভাবনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন , সেটা তাদের বিষয়। সরকারি যে আইন আছে সেই আইনে যদি তারা করতে চায় করতে পারবে না কেন।

news24bd.tv/তৌহিদ