কোটা আন্দোলন ঘিরে প্রতিটি ঘটনার বিচার দাবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের 

কোটা আন্দোলনকে ঘিরে প্রতিটি হত্যাকাণ্ড, নাশকতা ও অগ্নি সংযোগের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে শাহবাগে এক মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।  

প্রতিটি জীবন অমূল্য সম্পদ উল্লেখ করে সংগঠনটির নেতারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে একটি স্বার্থন্বেষী মহল অগ্নি সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। এ সময় প্রতিটি হত্যাকাণ্ড ও অগ্নি সন্ত্রাস এবং ভাঙচুরের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। news24bd.tv/আইএএম