কারফিউ শিথিলের সময় বাড়ায় স্বাভাবিক হচ্ছে জনজীবন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে সৃষ্ট সহিংসতায় গত কয়েকদিনের আতঙ্ক আর অস্বস্তি কাটিয়ে স্বাভাবিক রূপে ফিরতে শুরু রাজধানী ঢাকা। শঙ্কা কাটিয়ে কর্মস্থলে ছুটছেন মানুষ। মূলত, কারফিউ শিথিলের সময় বাড়ানোর ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এসময় রাস্তায় যানজটও লক্ষ্য করা গেছে।  

এদিন সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দেখা গেছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে তারা।  

আজ ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে ১১ ঘণ্টা করে কারফিউ শিথিল থাকবে। নির্দেশনা অনুযায়ী এ চার জেলায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

news24bd.tv/SHS