খেটে খাওয়া অস্বচ্ছলদের মাঝে রংপুর জেলা যুবলীগের খাবার বিতরণ

দেশের সংকটময় মুহূর্তে দিন খেটে খাওয়া অস্বচ্ছলদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে রংপুর জেলা যুবলীগ। আজ সোমবার (২৯ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পাঁচ শতাধিক মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।

জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাসের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, অ্যাড. আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ, শেখ মীর, শরিফুজ্জামান শিপন, কামরুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, শেখ মাহবুব নাসের টুটুল, সাংগঠনিক সম্পাদক শামীম সর্দার, নাহিদ হাসান লিটন, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটন, রংপুর জেলা যুবলীগের সাবেক সদস্য রাজিব হাসান সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেরিনুল মর্তুজা মেরিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, সাবেক ছাত্রনেতা ও যুবলীগ নেতা আসাদুজ্জামান সজিব, নাহিদ হাসান সাদ্দাম, আশিকুর রহমান আশিক,লুতফর রহমান বিদুৎ, সোবহান সরকার, জান্নাতুল ফেরদৌস লিওন, মিজানুর রহমান আকাশ, সারওয়ার জাহানসহ অন্যরা।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, কারফিউ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের অনেকে কষ্টে রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের দিক-নিদের্শনায় যুবলীগের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা রান্না করা খাবার বিতরণ শুরু করলাম। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে খাবার বিতরণ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। যেসব দুস্কৃতিকারী দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করেছে, ছাত্রদের সামনে রেখে জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করার চেষ্টা করেছে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

news24bd.tv/SHS