ইয়েমেন উপকূলে ৪৫ আরোহী নিয়ে নৌকাডুবি

লোহিত সাগরের ইয়েমেন উপকূলে ৪৫ জন আরোহী নিয়ে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। দুর্ঘটনার পর মাত্র চারজনের খোঁজ পাওয়া গেছে এবং বাকিরা নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে অন্তত ৪৫ অভিবাসী ও শরণার্থী বহনকারী একটি নৌকা ডুবির পর মাত্র চারজনকে জীবিত পাওয়া গেছে বলে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত বরাবর বয়ে চলা তাইজ প্রদেশের উপকূলের কাছে প্রবল বাতাস এবং ওভারলোডিংয়ের কারণে বুধবার রাতে নৌকাটি ডুবে যায়।

জাতিসংঘের এই সংস্থাটি এই ঘটনার আর কোনও বিবরণ দেয়নি। তবে তারা বলেছে, বেঁচে থাকা ব্যক্তিদের সহায়তা করার জন্য অংশীদারদের সাথে কাজ করছে তারা।  

সংস্থাটি আরও বলেছে, নৌকাডুবির এই ঘটনাটি ইয়েমেন এবং আফ্রিকার মধ্যে বিপদজ্জনক যাত্রার বিষয়টি তুলে ধরেছে।

news24bd.tv/কেআই