সৈকতে ভেসে আসলো সারফারের বিচ্ছিন্ন পা

অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় মানুষের ছিন্ন হওয়া একটি পা সমুদ্র সৈকতে ভেসে এসেছে। ২৩ তারিখ মঙ্গলবার পোর্ট ম্যাকুয়েরারের সমুদ্র সৈকতে  এক সারফারের উপর হামলা চালায় হাঙর। ওই সময় তার একটি পা ছিন্ন হয়ে যায়। ছিন্ন হওয়া এই পা-টি উদ্ধার করেন এক পুলিশ কর্মকর্তা। এরপর বরফ দিয়ে এটি সংরক্ষণ করেন তিনি।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সেভেন নিউজ জানিয়েছে, ওই সারফারের নাম  কাই ম্যাকেঞ্জি (২৩)।  

হাঙরের হামলার সময় ম্যাকেঞ্জি হাঙরটির সঙ্গে লড়াইয়ের চেস্টা চালান। কিন্তু হাঙরের কামড়ে তার  শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরও লড়াই চালিয়ে যান তিনি। এরপর ফিরতি ঢেউয়ের মাধ্যমে ফিরে আসতে সমর্থ হন।  

 পরবর্তীতে আরেকটি সমুদ্র সৈকতে তার ছিন্ন পা -টি ভেসে আসে।  

 তৎক্ষনাত সৈকতে থাকা  এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আহত ম্যাকেঞ্জির রক্তাক্ত  পা বেধে ফেলেন।

এরপর তাকে দ্রুত জন হান্টার নামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তার অস্ত্রোপচার করা হয়।  

এর আগে গত বছর সারফিং করতে গিয়ে  আহত হয়েছিলেন ম্যাকেঞ্জি। সুস্থ হয়ে আবারও সারফিংয়ে ফিরেই পা হারিয়েছেন তিনি।  

news24bd.tv/কেআই/ আইএইচ