কুষ্টিয়া ও ইসলামী বিশ্ববিদ্যালয় উত্তপ্ত

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাসে অবস্থান নিয়ে বুধবার বিকেল থেকেই বিক্ষোভ করেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। তাদের এই অবস্থান থেকে সরিয়ে দিতে ছাত্রলীগ নেতা-কর্মীরা গেলে বিকেল সোয়া ৫টার দিকে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।  

সে সময় ছাত্রলীগ পিছু হটলে তাদের কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পুলিশ ব্যারিকেড তৈরি করে দুই পক্ষকেই নিবৃত করার চেষ্টা করে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বেলা তিনটা থেকেই বিক্ষোভে উত্তাল করে রেখেছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। তারা লাঠি মিছিল বের করলে ছাত্রলীগ ক্যাম্পাস ছেড়ে চলে যায়। পরে আন্দোলনকারীরা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করে।  

news24bd.tv/কেআই