দর্শকদের চাপে পিছিয়ে গেল কোপার ফাইনাল

কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি আধঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে। স্টেডিয়ামে অতিরিক্ত দর্শকদের চাপে তোপের মুখে পড়ে নিরাপত্তা কর্মীরা। যার কারণে পিছিয়ে দেয়া হয়েছে কোপার ফাইনাল ম্যাচের সময়। আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে।

স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হয়। প্রটোকল অবশ্য পুরোপুরি মানতে পারেননি মায়ামির নিরাপত্তায় থাকা পুলিশেরা। কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে। পুরো বিষয়টি নিয়েই সেখানে তৈরি হয় বিশৃঙ্খলা। ফাইনালকে কেন্দ্র করে বাড়তি ব্যবস্থা নিয়েও বিতর্ক এড়াতে পারেনি কনমেবল।

news24bd.tv/DHL

অতিরিক্ত কলম্বিয়ান দর্শকরা বিনা টিকিতে ঢুকতে গেলে তাদের আটকায় নিরাপত্তাকর্মীরা। তবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি আরও জটিল অবস্থায় নিয়ে যায়। পড়ে আয়োজকরা বাধ্য হয়ে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কোপার ফাইনাল পিছিয়ে দেয়া হয় আধঘন্টার জন্য।