হাওয়া ছাড়াই চলে ভ্যান-রিকশা 

টায়ারের চাকায় কোনো হাওয়া ছাড়াই চলবে ভ্যান-রিকশা। ভ্যান শ্রমিকদের জন্য ভিন্নধর্মী এক উদ্ভাবন করে সাড়া ফেলেছেন নাটোরের ফজলুর রহমান নামে এক যুবক। তার বাড়ি দিয়ারসাতুরিয়া গ্রামে। এমন উদ্ভাবন খুশি হাওয়ার ওপরে জীবন কাটানো শ্রমিকেরাও।

ফজলুর রহমান বলেন, 'অনেক খরচ কম, লিক সারা লাগে না। রাস্তা ঘাটে বেকায়দায় পড়তে হয় না। '

টিউব ছাড়া শুধুমাত্র টায়ারে চলা ভ্যান-রিকশায় থাকবে না পাংচার হওয়ার শঙ্কা, কমবে অর্থ অপচয় ও ভোগান্তি, বাড়বে নিরাপত্তা।

এই উদ্যোক্তা বলেন, 'টিউবগুলো লাগালে একটা টিউব সর্বোচ্চ ১৫ দিন এক মাস চলে। গরিব অসহায় মানুষ যা কামাই করে তা টিউবের পেছনেই দিয়ে দেয়। তো টিউবলেস করার পরে এই টাকাটা আর লাগে না। '

রাস্তায় ভ্যান-রিকশা নিয়ে বের হলেই নানা সময় টিউব লিক হওয়ার কারণে বিড়ম্বনায় পড়তে হয় বলে দাবি চালকদের। কিন্তু ফজলুর রহমানের এই উদ্ভাবন স্বস্তি দিয়েছে বলে দাবি তাদের।

এক চালক বলেন, 'এখন অইডে টায়ার ডা খুবঈ ভাল অইভাবনে করে নিলে টিউবডা খুব মজবুত হয়। টায়ারডা গরম হয়না। যে ইয়াডা দেয় ইয়াডা তেলডা দিলে টিউবডা খুব হান্ডা থাকে আর এখন বর্তমানে টায়ারে লোড নেয় অতিরিক্ত বেশি। '

এদিকে, সাধারণ একটি টিউবের দাম ২০০ টাকা হওয়ায় দিনের পর দিন টিউব কিনতেই বেগ পেতে হয় চালকদের। টিউব কিনেও সব সময় আতঙ্কে থাকতে হয় বলে দাবি তাদের।

একজন বলেন, 'টিউবের দাম ছিল ৫০ টাকা। হয়ে যেত,,,, এখন ধরেন ২০০ টাকা লাগে। একটা টিউব পাল্টাতে, এখন তারপরও এটার গ্যারন্টি নাই। '

ফজলুর রহমান বলেন, 'ভালোর দিকটা হলো একটা কাটাও যদি ফোটে তারপরও এটা লিক হয় না। এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। ভিতরে একটা জেল থাকে জেলটা রানিং ঘোরে অটোমেটিক বন্ধ হয়ে যায। '

ফজলুর রহমানের এমন উদ্বাবনে খুশি  শ্রমিকেরা। ভ্যান-রিকশা চালকদের জন্য স্বস্তি বয়ে আনবে বলে মন্তব্য করেন তারা। শুধু ভ্যান নয়, অন্যান্য যানবাহনেও এমন পদ্ধতি ব্যবহারেরও তাগাদা দেন তারা। টিউব ও টায়ার প্রস্তুতকারী কোম্পানিগুলো বিষয়টি আমলে নিলে খেটে খাওয়া মানুষের উপকার হবে বলে মত ভ্যান-রিকশা চালকদের।

ফজলুর রহমান বলেন, 'আমি চাই টিউব কোম্পানিগুরো যেন টিউব বাদ দিয়ে টায়ারটা একটু উন্নত করে একটু ভালো করে, গরীবের দিকে একটু লক্ষ্য করে। গরীবের যেন একটু ভালো করার চিন্তা করে কোম্পানি আমি এটাই বলবো। '

তিনি আরও বলেন, 'কোম্পানি যারা টায়ার টিউব বিক্রি করে এদের কাছে আমার একটা আবেদন। যেন ওই টায়ারটা যেন ভালো করে আরকি। এটা করলে আমাদের জন্য ভালো। '

গরিব-দুঃখী মানুষের কথা চিন্তা করেই এমন টিউবলেস টায়ার উদ্ভাবন করা হয়েছে বলে জানান ফজলুর রহমান। এখন পর্যন্ত প্রায় দুইশো গাড়িতে এমন টিউবলেস টায়ারের ব্যবস্থা করেছেন বলে দাবি করেন তিনি।

news24bd.tv/TR