কোটায় চললে মেধাশূন্য হয়ে পড়বে দেশ: আমীর খসরু

মেধা ধ্বংস করে সরকার যেভাবে কোটা সমর্থন করে দেশ চালাচ্ছে এতে করে দেশ মেধাশূন্য হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, দলীয় লোক দিয়ে দেশ চালিয়ে সবকিছু ধ্বংস করে দিয়েছে সরকার। এ সময় কোটার পাশাপাশি গণতন্ত্রের জন্য লড়াই করতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান আমীর খসরু।  

শুধু পানি নয় সবদিক দিয়ে দেশ ডুবে গেছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, আগামীর আন্দোলনে পরিপূর্ণতা পেতে হলে সাধারণ মানুষের মাঝে ৩১ দফা ছড়িয়ে দিতে হবে। প্রয়োজনে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। news24bd.tv/আইএএম