নেপালে ভূমি ধসে নিহত ১১, নিখোঁজ ৬৩

নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১৫০ কিলোমিটার পশ্চিমে কাস্কি জেলায় ভূমি ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একই পরিবারের ৭ জন রয়েছেন। অতিবৃষ্টির কারণে ভূমি ধসে সেখানকার তিনটি বাড়ি পানিতে ভেসে গেলে তারা প্রাণ হারান। এ ঘটনায় দুজন এখনো নিখোঁজ আছে।  

অন্যদিকে, দেশটির মদন-আশ্রিত এলাকায় পাহাড় ধসে মহাসড়কের দুটি বাস নদীতে ভেসে গেছে। এতে ত্রিশুলি নদীতে অন্তত ৬৩ জন নিখোঁজ রয়েছেন।  

নেপালের সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান এসব তথ্য জানিয়েছে।  

কাঠমান্ডু পুলিশের মুখোপাত্র খান বাহাদুর কারকির বরাত দিয়ে রয়টার্স জানায়, কিছু বাস মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন ভূমিধস হলে সেগুলো রাস্তা থেকে নিচে নদীতে পড়ে যায় দুটি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান নেপাল প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ত্রিশুলি নদীতে নিখোঁজদের তল্লাশি চলছে। তবে আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজ যাত্রীদের কেউই বেঁচে নেই। তবে একটানা বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।  

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।   বিগত কয়েক সপ্তাহে টানা বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে নেপালে ইতিমধ্যে ৬২ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া অন্তত ২০০টির ওপর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরছাড়া হয়েছেন প্রায় ১০০০টির বেশি পরিবার।  

news24bd.tv/আইএএম/ইমরান হোসেন