সর্বোচ্চ শাস্তির বিধান রাখলেও মাদক বন্ধ করা যাচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার মাদকের অপব্যবহারের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রাখা রাখলেও মাদক বন্ধ করা যাচ্ছে না। জেলখানায় ৩০ থেকে ৪০ শতাংশ মাদকের সঙ্গে জড়িত।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, মাদকের মূল সরবরাহকারী মিয়ানমার। এ নিয়ে দেশটির সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। তারপরও মাদক বন্ধ করা যাচ্ছে না। তবে আইনশৃঙ্খলা বাহিনী  এখন আরও তৎপর বর্ডারগুলোতে মাদক নিয়ন্ত্রণে।

news24bd.tv/SHS