নির্বাহী বিভাগের ঘোষণা চায় কোটা আন্দোলনকারীরা

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ সকাল ১১টা থেকে আন্দোলনকারীরা শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা প্যারিস রোডে জড়ো হতে থাকে।

এদিন বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি শুরু করে। দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চৌদ্দপায় বিহাস এলাকায় ঢাকা - রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, হাইকোর্টের আদেশের নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়া নেই। তাদের দাবি কোটা সংস্কার করে নির্বাহী বিভাগের ঘোষণা আসলেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন।

news24bd.tv/FA