কোপার ফাইনালেই কি তবে অবসর নিচ্ছেন ডি মারিয়া?

বার্তাটা আগেই দিয়ে রেখেছিল আনহেল ডি মারিয়া। চলতি কোপা আমেরিকার পর আর কোনো মেজর টুর্নামেন্টে খেলবেন না, নিজ মুখেই এই তারকা উইঙ্গার বলেছিলেন এই কথা। এবার তিনি জানিয়ে দিলেন নিজের বিদায়ের দিনক্ষণ।

আজ বুধবার (১০ জুলাই) সেমিফাইনালে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে কানাডাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো উঠেছে এই টুর্নামেন্টের ফাইনালে।

ফাইনালে নিশ্চিটের পরেই ডি মারিয়া জানিয়ে দিয়েছেন, আগামী রোববার (১৫ জুলাই) আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচটি খেলবেন। তিনি বলেছেন, যাই হোক না কেন ১৪ তারিখ (বাংলাদেশ সময় ১৫ জুলাই), আমার মনে হয়, আমি সদর দরজা দিয়েই হেঁটে বের হতে পারবো। আমি সবকিছু দিয়েছি, আমি বরাবরই এই জার্সির জন্য নিজের জীবন দিয়েছি।

তিনি আরও বলেন, আগের প্রজন্ম আমাকে ত্যাগের শিক্ষা দিয়েছে, হাল না ছাড়া শিখিয়েছে। আর এই প্রজন্ম আমি যা পাইনি, সবকিছুই আমাকে দিয়েছে।

এরপর নিজের অবসর নিয়ে ডি মারিয়া বলেন, অনেক মানুষ এটার সঙ্গে অভ্যস্ত, কিন্তু আমার জন্য সহজ নয়। আমি জাতীয় দলের হয়ে আমার শেষ ম্যাচের জন্য প্রস্তুত নই, কিন্তু এটাই সেই সময়।

news24bd.tv/SHS