জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা!

প্রথমার্ধ জুড়েই আর্জেন্টিনার আধিপত্য ছিল। গোলটাও এসেছে সেই সূত্রেই। মাঝমাঠ থেকে অনেকটা ফাঁকায় আলভারেজের দিকে বল বাড়ান ডি পল।

বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালের দেখা পান আর্জেন্টাইন নাম্বার নাইন। পুরো আসরে নিষ্প্রভ থাকার পর অবশেষে সেমিফাইনালের মঞ্চে গোলের দেখা পেলেন হুলিয়ান আলভারেজ। প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা এগিয়ে ১-০ গোলে।

ইকুয়েডর ম্যাচের পর বেশ কিছু পরিবর্তন নিয়েই কানাডার বিপক্ষে  মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ক্যারিয়ারের সায়াহ্নে আরেকবার আর্জেন্টিনার প্রথম স্কোয়াডে এলেন ডি মারিয়া। লিওনেল মেসি আর আলভারেজকে রাখা হলো স্ট্রাইকারের ভূমিকায়। তবে এই বদলেও রাতারাতি ফল আসেনি। ঠিকই কানাডার আক্রমণের সামনেই পার হয়েছে ম্যাচের শুরুর ১৫ মিনিট।