মতিউরের পিকনিক স্পটের তথ্য চেয়ে গাজীপুরের ডিসি-এসিল্যান্ডকে দুদকের চিঠি

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের পিকনিক স্পট আপন ভুবনের তথ্য চেয়ে গাজীপুর জেলা প্রশাসন (ডিসি) ও এসিল্যান্ডকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

আজ মঙ্গলবার (৯ জুলাই) সংস্থাটির উপ-পরিচালক আনোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাদের কাছে পিকনিক স্পটের নামজারিসহ বিস্তারিত নথি চাওয়া হয়েছে।

এর আগে, অঢেল সম্পদের মালিক মতিউর ও তার পরিবারের নামে থাকা চারটি ফ্ল্যাট ও ৮৬৬ শতাংশ স্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দেশ ত্যাগেও দেওয়া হয় নিষেধাজ্ঞা।

এদিকে অবৈধ সম্পদের প্রমাণ মেলায় তার পরিবারের সম্পদের হিসাব দাখিলের নোটিশও জারি করেছে দুদক।

news24bd.tv/SHS