কোপায় ভরাডুবির পর কোচকে নিয়ে যে সিদ্ধান্ত নিলো ব্রাজিল

কোপা আমেরিকায় চরম ভরাডুবি হয়েছে ব্রাজিলের। আসরে কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়েছে দলটি। তবে অবাক করা তথ্য, এ চার ম্যাচে মাত্র একটিতে জিতেছিল ভিনিসিয়ুস, রাফিনিয়ারা। শেষ আটে টাইব্রেকারে উরুগুয়ের কাছে হেরে বিদায়ের পর তাই প্রশ্ন উঠেছে দলটির কোচ দরিভাল জুনিয়রের চাকরিতে থাকা নিয়ে।

দরিভাল জুনিয়রের অধীনে এখনো কোনো ম্যাচ হারেনি ব্রাজিল (টাইব্রেকারের হার গণনা হয় না)। তবে তার সময়ে খুব একটা ছন্দেও নেই সেলেসাওরা। ৩ জয়ের বিপরীতে আছে ৫ ড্র। তবে এমন আশাহত পারফরম্যান্সের পরেও এই অভিজ্ঞ কোচের ওপর আস্থা হারাচ্ছেন না ফেডারেশনের কর্মকর্তারা।

এ বিষয়ে সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ জানান, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনিই দেশটির কোচের দায়িত্বে থাকছেন।

ইএসপিএন ব্রাজিলকে এডনাল্ডো বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে আমাদের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা আছে, তাই পরিকল্পনা হচ্ছে চালিয়ে যাওয়া। এখন বিশ্বকাপের চক্র শুরু হয়ে গেছে এবং সে এবং তার কোচিং স্টাফ জানেন, কোথায় কোথায় পরিবর্তন দরকার। ভুলটা কোথায় তা দরিভাল খুঁজে বের করেছেন। এভাবেই একটা জয়ী দল গড়ে ওঠে। ’

উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে ফার্নান্দো দিনিজকে ছাঁটাই করে দরিভাল জুনিয়রকে ব্রাজিলের প্রধান কোচ করা হয়। এরপর থেকে দল গোছানোর কাজেই ব্যস্ত আছেন তিনি।

news24bd.tv/SHS