এআই-ভিত্তিক সরকারের জিপিটি প্ল্যাটফর্ম ‘জি-ব্রেইন’ উদ্বোধন

চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা আইনের খসড়া আসছে বলে জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মাত্র ২৫ লক্ষ টাকা উদ্ভাবনী অনুদানের খরচে তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্ম জি-ব্রেইন।

এদিন সকালে স্টার্টআপ জিপিটি, কনস্টিটিউশন জিপিটি ও বাজেট জিপিটি এই তিনটি ফিচার নিয়ে উদ্বোধন করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সরকারের জিপিটি প্ল্যাটফর্ম ‘জি-ব্রেইন’- gbrainbd.ai

উদ্বোধনী অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর বলে অভিহিত করেন প্রতিমন্ত্রী পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এআই-ভিত্তিক জিপিটি প্ল্যাটফর্মটি চালু হয়েছে।

news24bd.tv/FA