সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

বাঘা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যার বিচারের দাবিতে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) ৫ টায় মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা কুমারপাড়ার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে শুরু করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে অপপ্রচার চালানোয় সমাবেশ থেকে বাঘা চারঘাট আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এসময় বক্তারা ও বিক্ষোভকারীরা শাহরিয়ার আলমকে রাজশাহী মহানগরীতে অবাঞ্ছিত ঘোষণা করেন। সভা শেষে শাহরিয়ার আলমের কুশপুত্তলিকা দাহ করা হয়।

রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন।

news24bd.tv/SC