বিএনপির সব নেতা দুর্নীতিবাজ, তারাই এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে: কাদের

এবার ঈদযাত্রা স্বস্তির হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সড়কে চাপ থাকলেও যানজট নেই বলে মন্তব্য করেন তিনি।  

আজ শুক্রবার (১৪ জুন) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব দেশেই আছে। মূল্যস্ফীতি নিয়ে সরকারও উদ্বিগ্ন বলে জানান তিনি।

নিজ দলের কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সৎসাহস দলের আছে বলে এসময় জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আনার হত্যা মামলায় ঝিনাইদহ আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রসঙ্গে এ কথা বলেন তিনি। এছাড়াও বিএনপি তাদের কোনো নেতার বিচার করার সৎসাহস দেখাতে পারেনি যা শেখ হাসিনা পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপির সব নেতা দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজরাই এখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। তারেক রহমানের ধমকে মির্জা ফখরুল সংসদে যায়নি। অর্থ পাচার, দুর্নীতি, অস্ত্রসহ বিভিন্ন মামলায় তারেক রহমানের শাস্তি হয়েছে। তাকে ভালো মানুষ সাজানোর কোনো দরকার নাই।

তিনি বলেন, বিএনপির ৭ ধারায় আছে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বা দুর্নীতিবাজ নেতা হতে পারবে না। দণ্ডপ্রাপ্তের ধারা বিএনপি বাদ দিয়েছে কেন, এসময় এই বিষয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।

news24bd.tv/SHS