অলংকার বিক্রিতে ভ্যাট ৩ শতাংশ করার দাবি বাজুসের

সোনা ও রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে বিদ্যমান মূল্য সংযোজন কর বা ভ্যাট ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

আজ রোববার রাজধানীর বসুন্ধরা সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি৷

বাজুস বলছে, ভ্যাট হার কমিয়ে আনলে জুয়েলারি খাত থেকে সরকার প্রায় ১ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ করতে পারবে। সঠিক নীতিমালার অভাবে দেশের জুয়েলারি খাত পিছিয়ে পড়ছে বলেও দাবি সংগঠনটির। এদিন আয়কর, ভ্যাট ও শুল্ক সংক্রান্ত ১৫টি প্রস্তাব তুলে ধরে সেগুলো পুনর্বিবেচনার দাবি জানায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন।

news24bd.tv/তৌহিদ