কোরবানির ঈদে মিলতে পারে টানা ৯ দিনের ছুটি

রোজার ঈদের মতো কোরবানির ঈদেও লম্বা ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের। আগামী ১৭ তারিখ পবিত্র ঈদুল আজহা হলে দুইদিনের ঐচ্ছিক ছুটি নিলেই টানা ৯ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আজ শুক্রবার (৭ জুন) সভায় বসবে চাঁদ দেখা কমিটি। দেশের আকাশে আজ জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

যদি তাই হয়, তবে সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ১৬ জুন (রোববার) থেকে। যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তার সঙ্গে কেউ যদি ১৯ ও ২০ জুন ছুটি নিতে পারেন তবে ২১ ও ২২ জুনসহ ঈদে তিনি টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

এদিকে, এরইমধ্যে আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাতে ঈদ উদযাপনের পরদিন কুরবানির ঈদ পালন করা হয়। এই হিসেবে আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে।

news24bd.tv/SHS