ঝড়-বৃষ্টির সময় নিখোঁজ বৃদ্ধার মরদেহ মিলল পুকুরে

রাজশাহীর বাঘা উপজেলার একটি পুকুর থেকে সূর্য্য বেওয়া (৮০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) রাতে ঝড়-বৃষ্টির পর থেকে নিখোঁজ ছিলেন সূর্য্য বেওয়া।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে তার মরদেহ পুকুরে ভেসে ওঠে। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাজশাহীর বাঘা উপজেলার বাজু বাঘা গ্রামের হজরত আলীর স্ত্রী ছিলেন।

ওই নারীর চাচাতো ভাই আলম হোসেন জানিয়েছেন, স্বামীর মৃত্যুর পর বাঘা পৌর এলাকার উত্তর মিলিকবাঘা গ্রামে পৈতৃক ভিটায় বসবাস করতেন সূর্য্য। বয়সের কারণে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তার তিন মেয়ে রয়েছে। তবে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি ওই বাড়িতে একাই থাকতেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহটি দুই দিন আগের। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় এ ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

news24bd.tv/কেআই