সোনার মানুষ হতে নজরুলকে হৃদয়ে ধারণ করতে হবে: দীপু মনি

সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু দিয়ে গেছেন একটি স্বাধীন দেশ। আর তার কন্যা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সেই বাংলাদেশকে পিতার স্বপ্নের সোনার বাংলায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষে প্রতিদিন কাজ করছেন।

কাজেই নজরুলকে হৃদয়ে ধারণ করতে হবে, রবীন্দ্রনাথকে হৃদয় ধারণ করতে হবে, লালন কে হৃদয়ে ধারণ করতে হবে। তার মধ্য দিয়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরির সোনার মানুষ হতে পারব।

শনিবার (২৫ মে) গাজীপুরের শ্রীপুরে কালীনারায়ন উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।  

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা প্রমুখ।

অনুষ্ঠানটির আয়োজন করেন ভারতীয় হাই কমিশন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এবং নেতাজি সুভাষ কাজী নজরুল সোশ্যাল এন্ড কালচারাল ওয়েলফেয়ার ট্রাস্ট।

news24bd.tv/তৌহিদ