প্রধানমন্ত্রীর আসন্ন ফ্রান্স সফরে বিমান ও স্যাটেলাইট গুরুত্ব পেতে পারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীঘ্রই ফ্রান্স সফরে যাওয়ার কথা রয়েছে এবং সফরকালে বাংলাদেশ বিমানের কাছে এয়ারবাসের বিমান বিক্রি এবং দেশের প্রথম পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট বিক্রির সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। বুধবার (২২ মে) গণমাধ্যমের সাথে কথোপকথনকালে তিনি এই তথ্য জানান।

নিজ বাসভবনে সাংবাদিকদের মাসদুপুই বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীঘ্রই প্যারিসে ভ্রমণ করবেন। দিনক্ষণ ঠিক হলে সবাইকে তা জানানো হবে।

মাসদুপুই জানান, এয়ারবাস বাংলাদেশের সাথে বিমান ও স্যাটেলাইট দুটিই বিক্রির ক্ষেত্রে কাজ করছে। আলোচনা ভালোই চলছে এবং আশা করি খুব শীঘ্রই চুক্তি স্বাক্ষরিত হবে।

বাংলাদেশের সাথে কৌশলগত সম্পর্কের বিষয়ে মাসদুপুই বলেন, ফ্রান্স বাংলাদেশের এরোস্পেস যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, ডিজিটাল জগত এবং প্রতিরক্ষা খাতে বেশি মনোযোগ দেয়। বাংলাদেশ ও ফ্রান্স উভয়েই একটি উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক অঞ্চল চায়, যেখানে আন্তর্জাতিক আইন মানা হবে এবং সকলেরই প্রবৃদ্ধি হবে।

এসময় ঢাকাকে প্রয়োজনীয় সবধরণের সহযোগিতা করার আশ্বাস দেন রাষ্ট্রদূত।

News24bd.tv/ab