শেয়ার বাজারে তৃতীয় দিনেও বড় দরপতন

টানা তৃতীয় দিনের মতো পতন দেখেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের চতুর্থ কর্মদিবসেও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় পতন হয়েছে। শেয়ারদর হারিয়েছে তিন শতাধিক কোম্পানি। এতে কমেছে সব মূল্য সূচক।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 'ডিএসই এক্স' ৫৮ দশমিক ২২ পয়েন্ট হারিয়ে ৫ হাজার ৫২৭ পয়েন্টে নেমে এসেছে। পাশাপাশি কমেছে অপর দুই সূচকও।

দিনভর এক্সচেঞ্জটিতে ৫২৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় ১৩৮ কোটি টাকা কম।

এদিন লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০১টির শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৬১টির। বাকি ৩৩ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বুধবার ৯৬ পয়েন্ট হারিয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার।

news24bd.tv/FA