শ্রম আইনকে আন্তর্জাতিক মানের করতে চায় আইএলও: আইনমন্ত্রী

শ্রম আইনের কিছু ধারাকে আন্তর্জাতিক মানের করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা - আইএলও এর বিশেষজ্ঞ কমিটি। মঙ্গলবার (১৪ মে) বাংলাদেশের শ্রমিক অধিকার এবং শ্রম আইন নিয়ে আইএলও প্রতিনিধিদের সাথে তিনদিনব্যাপী বৈঠকের শেষদিনে এই তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, শ্রমিক অধিকার এবং শ্রম আইন নিয়ে আইএলও এর প্রতিনিধিরা যেসব সাজেশন দিয়েছেন তা বাংলাদেশের স্বার্থ বিবেচনায় যৌক্তিক হলে গ্রহণ করা হবে।

আইএলও প্রতিনিধিদের সাজেশন নিয়ে সরকারের নীতিনির্ধারকদের সাথে আলোচনা করা হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে শ্রমিকদের ১০ শতাংশ মতামতের বিষয়ে এখনও অনড় আইএলও। তবে, সরকার সব কারখানার জন্য ১৫ শতাংশ মতামতের ভিত্তিতে যে ট্রেড ইউনিয়ন করার সিদ্ধান্ত নিয়েছে সেটা এখনই পরিবর্তন করা সম্ভব নয়। ধীরে ধীরে তা ১০ শতাংশে নেমে আসবে।

news24bd.tv/ab