জলবায়ু তহবিলের আচরণ বৈষম্যমূলক: টিআইবি

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়া স্বত্বেও সবুজ জলবায়ু তহবিল বা জিসিএফ এর বৈষম্যমূলক আচরণের কারণে অর্থ সুবিধা পেতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। মঙ্গলবার (১৪ মে) ধানমন্ডিতে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু তহবিলের সুবিধা নিয়ে এক গবেষণা প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে সংস্থাটি এই মন্তব্য করে।

টিআইবি জানায়, প্রয়োজনীয় অর্থ সহায়তা না দিয়ে সুকৌশলে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্থ দেশগুলোর ওপর ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক এই সংস্থাটি। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জাতীয় প্রতিষ্ঠানকে গুরুত্ব না দিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অর্থায়নকে অগ্রধীকার দিচ্ছে সংস্থাটি।  একইসাথে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটির 'কান্ট্রি ঔনারশিপ' নীতিমালায় অস্পষ্টতা ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে।

অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জিসিএফের অর্থ সহায়তার নীতি বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্থ।

news24bd.tv/ab