বাংলাদেশ সিরিজ শেষ হতেই অবসরে জিম্বাবুইয়ান অলরাউন্ডারের

শেষ হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে সফরকারীরা। আর এ ম্যাচ শেষ হতেই আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার শন উইলিয়ামস।

আজ রোববার (১২ মে) বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলের হয়ে কাজ করা বিসিবির এক অফিশিয়ালস ক্রিকবাজকে বলেছেন, 'সে (উইলিয়ামস) আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছে এবং ম্যাচের পর তার সতীর্থদের বিষয়টি জানিয়ে দিয়েছে। ' 

জিম্বাবুয়ের হয়ে ৮১টি টি২০ ম্যাচ খেলেছেন উইলিয়ামস। ১২৬ দশমিক ৩৮ স্ট্রাইকরেটে করেছেন ১৬৯১ রান। এছাড়া বল হাতে বাঁহাতি এই স্পিনার নিয়েছেন ৪৮ উইকেট।

টি২০ ক্রিকেটকে বিদায় বললেও জিম্বাবুয়ের হয়ে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন উইলিয়ামস।

news24bd.tv/SHS