নতুন ফিচার আনছে ওপেনএআই

মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সার্চ সুবিধা আনতে চলেছে বলে জানা গেছে। গুগলের প্রতিদ্বন্দ্বী হিসেবে নতুন এ সুবিধা আনতে পারে প্রতিষ্ঠানটি।

যদিও সার্চ সুবিধা আনার তারিখে কিছুটা পরিবর্তন আসতে পারে। এর আগে কয়েকটি গণমাধ্যমে মাইক্রোসফটের বিনিয়োগে তৈরি ওপেনএআই প্রতিষ্ঠানটির সার্চ পণ্য তৈরির তথ্য সামনে এসেছিল।

আগামী মঙ্গলবার গুগলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে নানা সুবিধা ঘোষণা করে থাকে গুগল। কিন্তু গুগলের পণ্য ঘোষণার আগেই ওপেনএআই তাদের পণ্যের ঘোষণা দিতে পারে।

ওপেনএআইয়ের সার্চ পণ্য হবে মূলত চ্যাটজিপিটির বর্ধিত একটি রূপ। চ্যাটজিপিটি থেকে এর ব্যবহারকারী যা অনুসন্ধান করতে চাইছে তা ওয়েবের বিভিন্ন স্থান থেকে হাজির করবে সার্চ ইঞ্জিন।

news24bd.tv/SC