এবার ডিপফেকের শিকার রণবীর

কয়েকদিন আগেই ডিপফেকের শিকার হয়েছিলেন বলিউডের অভিনেতা আমির খান। আমিরের পর এবার ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন আরেক বলিউড অভিনেতা রণবীর সিং।

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছেন রণবীর। ভিডিওতে রণবীরকে বলতে শোনা গেছে- দেশের জনগণের যাবতীয় সমস্যা, বেকারত্ব উদ্‌যাপন করাই কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য।  

তবে পরে জানা যায়, ভিডিওটি ভুয়া। রণবীর বারাণসীতে বিশ্বনাথ দর্শনের অভিজ্ঞতার কথা বলেছিলেন আসল ভিডিওতে। রণবীরের কণ্ঠস্বর সরিয়ে কেন্দ্রীয় সরকার সংক্রান্ত কথা বসিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ডিপফেকের শিকার আমির খান

শুক্রবার অভিনেতা নিজের এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিও সম্পর্কে লিখেছেন, ডিপফেক থেকে নিজেদের বাঁচান।  

এরআগে আমির খানের একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়। যেখানে অভিনেতাকে বলতে শোনা গেছে, ভারত কোনো গরিব দেশ নয়। ভারতের প্রতিটি নাগরিক লাখপতি। প্রত্যেকের কাছে কম পক্ষে ১৫ লাখ টাকা থাকবেই। এ ঘটনার পর অভিনেতা থানায় অভিযোগ দায়ের করেন।

news24bd.tv/TR