গয়েশ্বরের ওপর হামলা, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার অভিযোগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সবুজ, শুভঢ্যা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মামুন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরিফ মো. ফালান।

আটকের সত্যতা নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান।

তিনি বলেন, হামলার ঘটনায় হৃদয় নামে এক ব্যক্তি থানায় মামলা করেন। ওই মামলার তদন্ত করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে রিমান্ড আবেদন জানিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার পরিচর্যা হাসপাতালের সামনে প্রচারণা চালান। এসময় তার ওপর হামলা চালানো হয়। এতে গয়েশ্বর রক্তাক্ত হয়ে যান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)